সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নবাগত ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপি-এম সেবা)। ২৯ অাগষ্ট সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ফরিদপুর সালথা উপজেলার ইউপি চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। এর আগে নবাগত পুলিশ সুপার মো. শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যানরা। এ সময়ে পুলিশ সুপার উপস্থিতি চেয়ারম্যানদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বলেন, সমাজে নারী নির্যাতনের অন্যতম কারন হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা সোচ্চার হোন, প্রয়োজনে বিট অফিসের পুলিশের সহযোগিতা নিয়ে কাজ করেন। এগুলো এখনই নিয়ন্ত্রণ না করা হলে আরো খারাপ অবস্থা হতে পারে। পুলিশ সুপার মো. শাহজাহান (পিপি-এম সেবা) বলেন, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। যারা সেবন করে, তাদের ফিরিয়ে নিয়ে আসেন আর যারা ব্যবসায়ী তাদের স্থান জেলখানায়। মাদকসেবীদেরও ফিরিয়ে আনা হয়তো একদিনেই সম্ভব নয়, তাদের ফিরিয়ে আনার জন্য কাজ করে যান। এ সময় উপস্থিত ছিলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান অাফছার মাতুব্বর, অাটঘর ইউপি চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহসার লাভলু, বল্লভদী ইউপি চেয়ারম্যান ছাইফুর রহমা শাহিন খন্দকার।