সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের নির্মিত ঘর এবং জমি পরিদর্শন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: তাসলিমা আলী। এসময় তিনি আশ্রায়ন প্রকল্পের জমি বন্দোবস্ত, নথি অনুমোদনের জন্য সরেজমিনে জমির শ্রেণির তদন্ত করেন। সোমবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ, ভাওয়াল ইউনিয়নের কুমারপট্টি, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, মুরাটিয়া এবং সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আশ্রায়ণ প্রকল্প গুলো পরিদর্শন করেন। নির্মিত ঘর পরিদর্শনকালে তাসলিমা আলী উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নির্মিত ঘরগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীরা ঘরগুলো পেয়ে সন্তুষ্টির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এসময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার, সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সালথা উপজেলায় ২৩৩টি ঘর নির্মান কাজ প্রায় শেষের দিকে। প্রতিটি ঘরে ২লাখ ৫৯হজার ৫শ টাকা ব্যয়ে টিন শেড সেমি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের আওতাধীন সুফলভোগী নাগরিকরা বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা, যোগাযোগসহ সকল নাগরিক সুবিধা পাবেন।