৩১শে মে থেকে সাধারণ ছুটি শেষ হওয়ার ঘোষণায় রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে ঢাকা।
রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, চলাচলে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। অনেকের মুখেই নেই মাস্ক।
এদিকে, গণপরিবহণ বন্ধ থাকায় ফিরতি যাত্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। ঢাকায় প্রবেশে বিভিন্ন রুটে চলাচলের জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।