মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী রমজান আলী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌণে টার দিকে মারা যান তিনি।
এর আগে সকাল সোয়া ৭ টার দিকে গাংনী ডিগ্রী কলেজ পাড়াতে নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মিরপুরের মধ্যে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।
অ্যাডভোকেট রমজান আলীর স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
অ্যাডভোকেট রমজান আলী গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের মৃতু তৈয়ব আলীর ছেলে। দীর্ঘদিন যাবৎ গাংনী ডিগ্রী কলেজপাড়াতে বাড়ি বানিয়ে রমজান আলী ও তার অপর ভাই মেহেরপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম বসবাস করছিলেন।
রমজান আলীর বড় ভাই অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মরাদেহ প্রথমে নিজ গ্রাম মহাম্মদপুরে নেয়া হবে। বাদ জোহর সেখানে প্রথম নামাজে জানাযা শেষে গাংনীর বাড়িতে আনা হবে। গাংনীতে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাযা শেষে চৌগাছা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
এদিকে এই সিনিয়র আইনজীবীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে গাংনীর সর্বস্তরের লোকজন তার বাড়িতে ছুটে আসেন। মেহেরপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দও আসেন শোক সন্তপ্ত পরিবারের পাশে।