শীত ঋতু আমাদের জীবনে নিয়ে আসে এক আনন্দঘন পরিবেশ। হ্যাঁ এটি অবশ্যই প্রকৃতিকে এক নতুন রূপ দান করে। সবাই মেতে ওঠে পিঠাপুলির উৎসবে। কিন্তু এই শীতই কাল হয়ে ওঠে তাদের জীবনে যাদের মাথা গুঁজার মতো ঠাই নেই তাদের কাছে শীতবস্ত্র মানে অদ্ভুত এক জিনিস। কারণ তারা খাবারের অন্বেষণে ভুলে যায় নিজেদের পরিচর্যার কথা। তাদের সামর্থ্য হয়ে ওঠে না শীতের কবল থেকে নিজেকে উষ্ণ রাখতে শীতবস্ত্র পরিধান করার। ইনফ্যান্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক তামান্না ইসলাম জানান পুরো শীত জুড়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে এসব অসহায় শীতার্ত মানুষদের জন্য। যার একটি মাত্র খন্ডাংশ প্রতিফলিত হয়েছে আজকের ইভেন্টে। কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অত্যন্ত মানবিকতার সাথে এই শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়ে আবারো প্রমাণ করে দিলো মানুষের মধ্যে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে এবং মানুষ মানুষের জন্যে। সব মানুষেরই আমাদের মতোই শীতকে উপভোগ করার অধিকার রয়েছে।
সেখানে বস্ত্র তো একটি মৌলিক অধিকার। আজকের ইভেন্টে উপস্থিত ছিলেন নির্জন বিশ্বাস, তামান্না ইসলাম, নাইমুর রহমান বর্ণ এবং শাকিব।