বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ আয়োজিত “গোল্ডেন গিটারিস্ট অব ওল্ড ঢাকা”-“পুরনো ঢাকার স্বর্ণযুগের গীটার শিল্পীগণ” অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে বাফার প্রথম সনদপ্রাপ্ত ছাত্র আতা-এ-মওলাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক সরগম এর প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী রওনাক হোসেন।
এসময় গীটার বাদন অনুষ্ঠানে অংশ নেন হাসানুর রহমান বাচ্চু, অসিত কুমার, দিলীপ ঘোষ, দীনার লাকি, ফরহাদ আজিজ, কবির আহমেদ, মনোয়ারা আক্তার মিনু, সফিউল্লাহ খোকন, সেলিনা আক্তার শিলা, সানি, রুহুল কুদ্দুস, দীপন শর্মা, আব্দুর রউফ, শরিফুর রহমান জুয়েল, চেংগীস খান।